প্রকাশিত: Thu, Jul 27, 2023 10:31 PM
আপডেট: Mon, Jan 26, 2026 7:27 AM

[১]বিএনপির মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হতে পারে [২]আসছে তৃতীয় ধাপের কর্মসূচি

শাহানুজ্জামান টিটু: [৩] ঢাকার এই মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সময় সীমা বেঁধে দেওয়া হবে বলে জানা গেছে। এই সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে বঙ্গভবন, গণভবন ও সচিবালয় ঘেরাওসহ আরো কঠোর কর্মসূচির পথে হাঁটবে বিরোধী দলগুলো। 

[৪] মহাসমাবেশ থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা আসতে পারে। এর মধ্যে থাকতে পারে প্রতিটি বিভাগ থেকে ভিন্ন ভিন্ন দিনে ঢাকামুখি লংমাচ বা পদযাত্রা। সরকার যদি বিরোধী দলের দাবিকে অগ্রাহ্য করে, তাহলে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সারাদেশ থেকে ‘চলো চলো ঢাকা চলো’র মত কর্মসূচি দেবে। 

[৫] দুপুরে দুইটায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

[৬] বিএনপির নেতারা মনে করেন, আন্দোলন গণঅভুত্থানে রূপ নেবে এবং এই সরকার পদত্যাগে বাধ্য হবে। এদিকে ঢাকা মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতি পাওয়াকে সরকারের নতিস্বীকার এবং বিএনপির প্রাথমিক বিজয় বলে মনে করছেন অনেকে। তবে এতেই সন্তুষ্ট নয় বিএনপি। 

[৭] বিএনপির সিনিয়র এক নেতা বলেন, এই অনুমতিতে দলের নেতাকর্মীদের মনোবল আরো চাঙ্গা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এক দফা আন্দোলনকে বেগবান করবে। তিনি মনে করেন, সামনে আরো বড় ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। এই সরকার সহজেই সব কিছু মেনে নেবে এটা বলার অবকাশ নেই। 

[৮] বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা সমাবেশের ব্যাপক প্রস্তুতি নিয়েছি। তারা কয়েকদিন ধরে একটা স্নায়ুযুদ্ধ, নাটকীয়তা সৃষ্টি করেছে। তারা রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে চেক পোস্ট বসিয়েছে। যাতে আমাদের সমাবেশে লোক সমাগম কম হয়। 

[৯] তিনি বলেন, বিএনপি চাইলে কয়েক ঘণ্টার মধ্যে ঢাকায় লাখ লাখ লোকের সমাগম ঘটাতে পারে। এই সক্ষমতা আমাদের আছে। 

[১০] স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা তো লাঠিসোটা নিয়ে আসবো না সমাবেশে। তবে আওয়ামী লীগ যেন না নিয়ে আসে সে বিষয়টিও তো নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কখন কোন পরিস্থিতিতে কোন কর্মসূচি আসে এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে আমরা গণতান্ত্রিক উপায় যতগুলো পথ আছে আমরা তা সবই প্রয়োগ করবো এই সরকারের বিদায়ের জন্য।  

[১১] বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি আসবে।  সরকারের পদত্যাগের সময় সীমা নির্ধারণ করে দেওয়া হবে। যদি ওই সময়ের মধ্যে পদত্যাগ না করে তাহলে লাগাতার আন্দোলনে যাবো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব